• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০১:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০১:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় টিসিবির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

২ জুন ২০২৪ সকাল ০৮:৩২:৫৪

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় টিসিবির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

রংপুর ব্যুরো: উপজেলা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করায় টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দনের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রংপুর জেলা কমিটির সহ-সভাপতি ও কাপ পিরিচ মার্কার প্রার্থী ফজলে রাব্বি সুইট।

লিখিত অভিযোগে ও কাপ পিরিচ মার্কার প্রার্থী ফজলে রাব্বি সুইট জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি নানান অনিয়ম ও  দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে নিজেই বলে বেড়ান। তার টাকার অহংকার দেখিয়ে নানান ধরনের হুংকার দিচ্ছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপ বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী হাসান তবিকুর চৌধুরী পলিনের পক্ষ নিয়ে তিনি ভোট চাওয়ার পাশাপাশি নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট না দিলে ‘দেখে নেবেন’ বলে হুমকি দিচ্ছেন। তার কারণে ভোটাররা শংকিত হয়ে পড়েছেন।

ফজলে রাব্বি সুইট আরও জানান, আবুল হাসনাত চৌধুরী চন্দন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, ‘আমার বড় ভগ্নিপতি মাহাবুবার রহমান সরকার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব, তিনি আইন বিভাগের দায়িত্ব রয়েছেন। তাই আমাদের কোনো ভয় নেই। ৫ জুন বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা একটি ভোট পেলেও চেয়ারম্যান নির্বাচিত হব। আমার ভগ্নিপতির কারণে নির্বাচন কমিশনের কেউ হাসান তবিকুর চৌধুরী পলিনের মোটরসাইকেল প্রতীকের বিপক্ষে কথা বলতে পারবে না। এ কারণেই একটি ভোট পেলেও বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন পলিন চৌধুরী।’

সুইট জানান, ‘টিসিবির অতিরিক্ত পরিচালক কখনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কারো পক্ষে ভোট চাইতে পারেন না। তারপরেও তিনি আইন ভঙ্গ করে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমরা এ কারণে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

ফজলে রাব্বি সুইট আরও জানান, ‘নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মাহাবুবার রহমান সরকারের স্ত্রী মাসমুদা চৌধুরী মিতা, তিনিও প্রকাশ্যে তার স্বামীর প্রভাব দেখিয়ে ভোট চাচ্ছেন এবং যারা ভোট দেবেন না তাদেরকে নানান ভয়ভীতি দেখাচ্ছেন। চন্দন ও মিতার হুমকি দেওয়া ভোট চাওয়ার অনেক ভিডিও রেকর্ড এবং তাদের বিরুদ্ধে নানান অভিযোগ ভোটাররা রেকর্ড করে আমাদের দিচ্ছেন।’

সুইট জানান, ‘বিভিন্ন নির্বাচনী সভায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পলিন চৌধুরী বদরগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর বিরুদ্ধে নানান অশালীন কথাবার্তাসহ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আমরা সে বিষয়গুলো নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছি।’

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র টুটুল চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্তে আমরা ফজলে রাব্বি সুইটকে বদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে ইতিপূর্বে ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মীসহ মাঠে নেমেছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, তৃতীয় বারের মতো ফজলে রাব্বি সুইট বিপুল ভোটে বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন ইতিপূর্বে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছেন। বদরগঞ্জেও ৫ জুন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ।’

এ বিষয়ে টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন বলেন, ‘আমি প্রকাশ্যে কোথাও গিয়ে ভোট চাইনি। কেউ যদি এমন অভিযোগ দেখাতে পারে আমি তার কাছে চ্যালেঞ্জ করব। আমি বদরগঞ্জে এসেছি তবে কখনো ভোট চাওয়ার জন্য বাইরে যাইনি। যদি আমাকে নিয়ে কেউ মিথ্যা রিপোর্ট করে আমি তার বিরুদ্ধে মামলা করব।’

এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, ‘ইতিপূর্বে অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। এখনও কেউ যদি কোনো অভিযোগ আমাদেরকে দেন তাহলে আমরা ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩