স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট দক্ষিণ সুরমা এলাকা থেকে মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর বুধবার রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা ও বদিকোনা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আশিক ভুঁইয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। আটক আশিক ভুঁইয়া কুমিল্লা জেলার হোমনা থানার মৃত এনামুল হক ভুঁইয়া ছেলে।
এদিকে বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার বদিকোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সেলিম মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কুতুব উদ্দনি ওরফে মঘোনী মিয়ার ছেলে।
আটক আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available