• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১০:৪০:৫৩ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১০:৪০:৫৩ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যানসহ আটক ২

৭ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩৪:৩১

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যানসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও ভাড়ার শর্তে কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া (৫৭) নামে ২ জনকে আটক করা হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে সংবাদ সম্মেলন করে নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। আটক ভারতীয় এসকল প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ড ভ্যানসহ আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে বলে জানায় ওসি।

মালামালসহ আটক হওয়া চালক জসিম উদ্দিন বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে এবং কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া বাগেরহাটেরে শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে। ৬ অক্টোবর বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ ওই ২ ব্যক্তিকে আটক করা হয়।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সংবাদ সম্মেলনে আরও জানান, গোপন সূত্রে খবর পাই সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান স্যারের নির্দেশক্রমে আমরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার শহিদ মিনার নামক স্থানে অবস্থান নেই।

এ সময় ঢাকাগামী মাঝারি আকারের একটি কার্ভাড ভ্যানের গতিরোধ করলে এতে থাকা চালক ও অপর ব্যক্তির  আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় কার্ভাড ভ্যানটি পিছনের ঢালা খুলে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে কার্ভাড ভ্যানসহ চালক ও অপর ব্যক্তিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশের কার্যালয়ের নিয়ে আসা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান গণমাধ্যম কর্মীদের সামনে ভিতরে থাকা বিভিন্ন কার্টুন খুলে দেখান।

ওসি এস এম কামারুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, শুল্ক ফাঁকি দেওয়া ওই সকল প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের এক ব্যক্তির সাথে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। সে অনুসারে এসব পণ্য শান্তিগঞ্জ থেকে কার্ভাড ভ্যানে বোঝাই করে ঢাকার চকবাজার নিয়ে যাচ্ছে। তবে এ সকল প্রসাধনী সামগ্রী ও পণ্যের কোন চালান কপি বা রসিদ দেখাতে পারেনি আটক ব্যক্তিরা।

ডিবি (ওসি) বলেন, আটকদের কাছ থেকে উদ্ধার দুটি মোবাইল নাম্বার থেকে এনআইডি বের করে এ চক্রের মূল হোতাকে খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৭:০৮

অবশেষে বাতিল হলো রাবির পোষ্য কোটা
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪৯:৪৩



ঢাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি এস এম ফরহাদ
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:১৮:৫৯