• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১০:০৬:১৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১০:০৬:১৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে নাছির মেম্বারের নেতৃত্বে ‘গোপন বৈঠক’, ১৯ ইউপি সদস্য আটক

৯ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২০:২৫

কক্সবাজারে নাছির মেম্বারের নেতৃত্বে ‘গোপন বৈঠক’, ১৯ ইউপি সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের হোটেল জোনে ইউনি রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। ৮ নভেম্বর শুক্রবার রাতে হোটেলটির সম্মেলন কক্ষ থেকে তাদের আটক করা হয়। এর আগে নাছির মেম্বারের নেতৃত্বে কিছু দিন আগে কক্সবাজার জেলা প্রশাসক চত্বরে এই অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা একটি মানববন্ধন করে।

ঝিলংজার আওয়ামী লীগ নেতা নাছির মেম্বারের নেতৃত্বধীন জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হল রুম ঘেরাও করে রাখে। তাদের সঙ্গে সমন্বয়ক পরিচয়ধারী কিছু শিক্ষার্থীও ছিল।

এদিকে হোটেল ঘেরাও করায় জনমতে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক পর্যটককে হোটেল কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়।

পুলিশ বলছে, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে, এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিল। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয় এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, আজ আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। কিন্তু এভাবেই আমাদের ভাইদের আটক করা হয়েছে, সেটি তীব্র নিন্দা জানাই।

এদিকে অভিযানের নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ফুটেজ নিতে বাধা দেন সমন্বয়ক পরিচয়ধারী কিছু লোক। এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলাও করে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৭:০৮

অবশেষে বাতিল হলো রাবির পোষ্য কোটা
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪৯:৪৩



ঢাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি এস এম ফরহাদ
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:১৮:৫৯