• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে ছিনতাই, এলাকায় আতঙ্ক!

১৭ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৫৫:০৬

নলডাঙ্গায় অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে ছিনতাই, এলাকায় আতঙ্ক!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে মাছ ও পাট ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাত করে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও মোটর সাইকেলের চাবি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দল।

১৬ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার মহিষমারি ব্রীজ ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরেছে পুরো উপজেলায়।

ক্ষতিগ্রস্ত মাছ ব্যাবসায়ী মাজেদুল ইসলাম জানান, পশ্চিম মাধনগর গ্রামে তার নিজ বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে মাছ কেনার জন্য আত্রাই যাচ্ছিল। পথে বীরকুটসা স্টেশনের উত্তর পার্শে ভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা কোন কথা না বলেই ধারালো অস্ত্র দিয়ে শরীর বিভিন্নস্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হলে ছিনতাইকারীরা তার কাছে থাকা মাছ কেনার ১৩ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে আত্রাই সড়কে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এছাড়া প্রায় একই সময় রতন আলী নামে এক মাছ ব্যবসায়ী বাসিলা মধ্যপাড়া নিজ বাড়ি থেকে মাধনগর যাওয়ার পথে নলডাঙ্গা পৌরসভার মহিষমারি ব্রীজ এলাকায় অজ্ঞাত তিনজন ছিনতাইকারী তার পথরোধ একটি স্মার্ট মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবি ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাধনগর সড়ক দিয়ে চলে যায়।

অপরদিকে প্রায় একই সময় মহিষমারি ব্রীজ এলাকায় আরেকটি স্থানে মোটর সাইকেলের পথরোধ করে স্থানীয় কাশেম মিনা নামে এক পাট ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে মাধনগর সড়কের দিকে চলে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩