• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে প্রাণ দিলেন সৌদি প্রবাসী পিতা

৫ জুলাই ২০২৪ সকাল ০৭:৩২:৪৮

ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে প্রাণ দিলেন সৌদি প্রবাসী পিতা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পুত্রের সাথে অভিমান করে সৌদি প্রবাসী পিতা মতিয়ার কাজী (৩৫) ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রাম থেকে পুলিশ প্রবাসীর মরদেহ উদ্ধার করে। নিহত প্রবাসী ওই গ্রামের  মৃত ওদুদ কাজীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  সৌদি প্রবাসী মতিয়ার কাজী পরিবারের সাথে ঈদ করতে ঈদুল আযহার আগে ছুটিতে দেশে আসেন। বাড়ি এসে দেখেন তার পুত্র মুন্না কাজী বন্ধুদের সাথে বাজে আড্ডায় সময় কাটায় এবং নানা অসামাজিক কাজে জড়িত হয়ে পড়েছে। পরিবারের লোকজনের কোনো কথা মান্য করে না। ইচ্ছে মতো চলাফেরা করে এবং অনেক রাত করে বাড়িতে ফিরে। এ বিষয় নিয়ে পিতা-পুত্রের সাথে কয়েক দফা কথা কাটাকাটি ও ঝগড়া হয়। গত ৩ জুলাই বুধবার দিবাগত রাতেও মুন্না ও তার বাবা মতিয়ার কাজীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে পুত্র মুন্না পিতার উপর চড়াও হয়।

পুত্রের এমন আচরণ ও ব্যবহার দেখে ঘৃণায় এবং অভিমানে রুমের দরজা বন্ধ করে রাতে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার রুমের দরজা ভেঙে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ভাঙ্গা থানা পুলিশ এসে মতিয়ারের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, পুত্রের সাথে অভিমান করে পিতা আত্মহত্যা করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মাধবদীতে পাওয়ালুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪
২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৬:৩৭

আমতলীতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ
২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৭:০৪