• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৭:৩৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৭:৩৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তির নতুন দিকে পপুলার

২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২১:৩৪

রাজশাহীতে চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তির নতুন দিকে পপুলার

রাজশাহী প্রতিনিধি: চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবা নিশ্চিত করতে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ‘মিট দ্যা প্রেস’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে অর্ধশতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে নতুন প্রযুক্তির আবিষ্কার তুলে ধরেন রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম ফরিদ মোহাম্মদ শামীম।

অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম ফরিদ মোহাম্মদ শামীম জানান, ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত চিকিৎসা সামগ্রী এখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহৃত হচ্ছে। এর ফলে দেশের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে রূপ নিতে শুরু করেছে।

তিনি বলেন, ‘এ উন্নত সেবা এখন বহির্বিশ্বেও স্বীকৃত। দেশের মানুষকে আর বিদেশমুখী হতে হবে না। সমমানের চিকিৎসা সেবা এখন দেশেই পাওয়া যাবে।’

মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেস ক্লাবের সদস্যদের জন্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়ের ঘোষণা দেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। তারা বলেন, সেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের জন্য আর্থিকভাবে সহায়ক সুযোগ নিশ্চিত করার বিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, দেশের চিকিৎসা ব্যবস্থা আরও সহজলভ্য ও উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগ চিকিৎসা খাতে উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ। দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
৭ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১১:৩৭

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:০৫