• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:১৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:১৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস, সিদ্ধিরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪২

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস, সিদ্ধিরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে এক সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, দেশে এই ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আপনারা জানেন স্বৈরশাসক শেখ হাসিনা, ভোট চোর শেখ হাসিনা বিগত ১৫ বছর হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপির লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীকে আসামি করেছে এবং গুম খুন করেছে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন সেটিও একটি চক্রান্তের মামলা ছিলো। তিনি যেনো এই বাংলাদেশে রাজনীতি করতে না পারে এ জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো। তাই মিথ্যা মামলা থেকে আমাদের নেতা তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যাগে এই আনন্দ মিছিল করছি।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, রওশন আলী, এস,এম,আসলাম, অ্যাড মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, সদস্য ইউসুফ মিয়া, ১নং বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আমির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শেখ মোহাম্মদ আপু, সিদ্ধিনগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০