নীলফামারী প্রতিনিধি: নাশকতার আশংকায় নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথের ৩১ পয়েন্টে আনসার ও ভিডিপির ২৪২ সদস্যকে নিয়োজিত করা হয়েছে। চলমান রাজনৈতিক সংকটে রেলপথে নাশকতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কিছুদিন পূর্বে ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেলপথের ট্রেন ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আনসার-ভিডিপি সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। রেললাইনের পাশাপশি ট্রেনে পুলিশের সঙ্গে দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। সব সময় নজর রাখা হচ্ছে রেলপথে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available