ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একই গাড়ির দুটি নম্বর প্লেটসহ (যাহার নং- ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১২ ও ঢাকা মেট্রো-ট- ১৫-৬৬৭০) একটি ট্রাক জব্দ করা হয়।
আটকরা হলো- দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা সদর উপজেলার রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউসুফ মিয়া (৪৮) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আল-আমিন (৩০)।
২১ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরসভাধীন সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় মেসার্স বর্ণমালা ট্রেডার্সের ভুট্টা বোঝায় গুদাম ঘরের পাশে কতিপয় ডাকাত দলের সদস্য একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে অবস্থান করছিলো। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লোকজনের সহায়তায় পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা লক কাটার, লোহার রড ও রশিসহ ৪ জন ডাকাতকে আটক করে। অভিযানকালে ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা ট্রাক নিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো এবং তাদের নামে ফরিদপুর, পাবনা, পটুয়াখালী ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তাদের জবানবন্দি মোতাবেক পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available