• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০০:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিআরইউতে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৫৩:৪১

বিআরইউতে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো: বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহিদ জননী সাহান আর বেগম স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল বলেন, ভাষা আন্দোলনসহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আর এর মধ্যে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আমাদের সন্তানদের কীভাবে গড়ে তুলবো সেটা আমাদেরই ভাবতে হবে। মাতৃভাষা ও দেশকে ভালবাসার বিষয়ে তাদের প্রলুব্ধ করতে হবে। মা, মাতৃভাষা ও মাতৃভূমি তিনটি শব্দের শুরুই মা দিয়েই। আমরা মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। আমি যেখানে জন্ম নিয়েছি সেই দেশটাকে আমার ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে।
সেইসাথে যে ভাষায় আমি কথা বলছি তাকেও একইভাবে ভালোবেসে সন্মান ও শ্রদ্ধা করতে হবে।

বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পরিষদের সদস্য  সৈয়দ দুলাল, ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশাল জেলার সভাপতি কাজল ঘোষ, বিআরইউর সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ও
সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন মিথুন সাহা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন।

আলোচনা সভা শেষে কবি অরুপ তারুকদার ও তপংকর চক্রবর্তীকে সংর্বধনা স্মারক দেয়া হয়। এছাড়া ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২