• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সংগঠন

উচ্চ আদালতের রায় বাংলায় লিখে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান: এম এ আউয়াল

২৩ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:১৫:০৫

উচ্চ আদালতের রায় বাংলায় লিখে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান: এম এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক: ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বলেন, আজও উচ্চ আদালতের বিচারপতিগণ মামলার রায় ইংরেজিতে লিখেন, যা দেশের বিচারপ্রার্থী সাধারণ মানুষ নিজেরা পড়তে ও বুঝতে পারেন না। এদেশের মানুষ মাতৃভাষা বাংলাকে জীবন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই উচ্চ আদালতের মামলার রায় বাংলায় লিখে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাবি জানাচ্ছি।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় ধানমন্ডি কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপ্রতিরোধ্য সিন্ডিকেটের কারসাজিতে খাদ্যসহ নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদ জানিয়ে লায়ন এম এ আউয়াল পবিত্র রমজান মাস শুরু হওয়ার পূর্বেই এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিয়ে রমজান মাসে মানুষের কষ্ট লাঘবে খাদ্যসহ নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ আজাদী লীগের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো-চেয়ারম্যান মো. আতাউল্লাহ খান, বাংলাদেশ তরীকত ফ্রন্টের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো-চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল,ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২