পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমাদের ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয়। তারা সংঘাত ও সহিংসতা চায় না। সকলে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে পড়ার টেবিলে মনোনিবেশ করো। ধ্বংসযজ্ঞ কখনোই আন্দোলন হতে পারে না।
৩ আগস্ট শনিবার বিকেলে নেছারাবাদের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি সৈয়দ সহিদ-উল আহসানের সভাপতিত্বে ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির সঞ্চালনা করেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, প্রধানমন্ত্রী বৈষম্যবিরোধী আন্দোলনের চলমান কোটা সংস্কারের দাবিগুলো মেনে নিয়েছেন। ছাত্র-ছাত্রীদের সাথে বসার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু একটি মহল এটাকে অন্য খাতে প্রভাবিত করার মিথ্যে চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ শক্ত হাতে এদেরকে প্রতিহত করবে।
তিনি বক্তৃতায় আরও বলেন, ইতিমধ্যে আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । পর্যায়ক্রমে তাদেরকে আদালত মুক্ত করে দিচ্ছেন। তাই কেউ অতি উৎসাহিত হয়ে অন্যায়ের দিকে পা বাড়াবেন না। মাঠে গিয়ে রাস্তাঘাটে হামলা বা ভাঙচুর করার কাজে লিপ্ত হবেন না।
সভায় আরও বক্তব্য রাখেন- নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদ-উল আহসান, সাধারণ সম্পাদক মুইদুল ইসলাম মুহিদ, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available