• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৪৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৪৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

কবি আবদুল হাই শিকদারের ৬৯তম জন্মদিন কাল

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩০:৩৬

কবি আবদুল হাই শিকদারের ৬৯তম জন্মদিন কাল

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, ফ্যাসিবাদবিরোধী প্রধান কবিকণ্ঠ, কলামিস্ট, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, অধ্যাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি (ডিইউজে) কবি আবদুল হাই শিকদারের ৬৯তম জন্মদিন ১ জানুয়ারি।

১৯৫৭ সালের ১ জানুয়ারি তিনি কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ছাত্র।

আবদুল হাই শিকদার গ্রামের স্কুল, ভুরুঙ্গামারী হাই স্কুল, রংপুরের কারমাইকেল কলেজে লেখাপড়া করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধীনে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। তারপর দীর্ঘ বিরতির পর শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বাংলা সাহিত্যে এম.এ ডিগ্রি অর্জন করেন।

কবি আবদুল হাই শিকদার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেন। তিনি সরকারি ও সাংগঠনিক কার্যক্রমেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ শিশু একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের গুরত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য, উপদেষ্টা, সহ-সভাপতি, সভাপতি ও সদস্য সচিব হিসেবে যুক্ত আছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, শত নাগরিক জাতীয় কমিটি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, জাতীয় নজরুল সমাজ, মুক্তিযুদ্ধের প্রজন্ম ইত্যাদি সংগঠনের অন্যতম সংগঠক।

কবিতা, কলাম, গল্প, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা, সাংবাদিকতাসহ সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তাঁর অসামান্য প্রতিভার স্বাক্ষর। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় একশত চল্লিশটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৫




সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৪:৩১