সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশি যারা আগে জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ড করতে পারেননি, তাদের নতুন করে করার সুযোগ দিচ্ছে সরকার। এ বিষয়ে ঘোষণার পর এনআইডি পাওয়ার জন্য আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গত একমাসে ৮শ জনের বেশি প্রবাসী আবেদন করেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত সচিব তথা আবুধাবি দূতাবাসের মিনিস্টার শ্রম মুহাম্মদ আবদুল আউয়াল।
তিনি বলেন, যারা এখনো এনআইডি কার্ড করেননি শুধু তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র নতুন জাতীয় পরিচয় পত্র প্রদান করা হচ্ছে দূতাবাস থেকে। এনআইডি সংশোধন বা অন্যকোনো কিছু করা হচ্ছে না।
তিনি আরও বলেন, সঠিক ডকুমেন্টস নিয়ে এলে প্রবাসীদের ভিসা যে জায়গারই হোকনা কেন, আমিরাতের সাতটি প্রদেশে অবস্থানরত প্রবাসীরা আবুধাবি দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র বানাতে পারবেন।
তবে দ্রুত এনআইডি প্রদান করার প্রতিশ্রুতি থাকলেও তদন্ত জটিলতার কারণে অনেকের আবেদন দেশে নির্বাচন কমিশনে আটকে আছে বলে অভিযোগ করেছেন আবেদনকারী কমিউনিটি নেতৃবৃন্দরা।
এ বিষয়ে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, চট্টগ্রামের ৩২টা উপজেলাকে সরকার বিশেষ অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। যে কারণে অবশ্যই সঠিকভাবে তদন্তের প্রয়োজন রয়েছে। তবে তদন্তের নামে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে নজরদারি রাখছেন বলেও জানান রাষ্ট্রদূত।
প্রবাসে মাত্র ৫০ দিরহাম সার্ভিস চার্জ দিয়ে এনআইডি কার্ড করতে পারায় আমিরাত প্রবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উল্লেখ্য গত ১০ জুলাই দুবাইতে প্রবাসীদের জন্য এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চালু করে বাংলাদেশ সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available