আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন বন্ধের পর ৩ জুলাই সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম, এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরে ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দু দেশের মধ্যে সবধরনের বাণিজ্য বন্ধ ছিলো।
সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, ঈদ উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরে সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সোমবার সকাল সাড়ে দশটায় ৪ টি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available