• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আগাম আমন ধানের ভালো দাম পেয়ে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি

১৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৯:৫৭

আগাম আমন ধানের ভালো দাম পেয়ে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় আগাম আমন ধান কাটা নিয়ে চলছে উৎসবমুখর পরিবেশ। এ বছর ধানের ভালো ফলন ও বাজারে উচ্চমূল্যের কারণে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। মাঠজুড়ে সোনালি ধানের শীষে ভরা পরিবেশ এবং কৃষকদের নিরন্তর ব্যস্ততা নতুন আশার আলো ছড়াচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর উপজেলায় মোট ১২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যার মধ্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের চাষ হয়েছে বেশিরভাগ জমিতে।

ভালো আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে কৃষকরা আশানুরূপ ফলন পেয়েছেন।

এ বছর ধানের বাজারদরে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। স্থানীয় বাজারে আতব ধানের দাম ১,৯০০ টাকা, আতব গোল্ডেন ১,৭৫০ টাকা এবং মামুন ও ধানী গোল্ডেন ১,৩০০ টাকায় মণ বিক্রি হচ্ছে।

কৃষক ওয়াহেদুল ইসলাম বলেন, “প্রথমে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কিত ছিলাম, কিন্তু পোকামাকড়ের উপদ্রব না থাকায় আমাদের কষ্ট সার্থক হয়েছে। বাজারদরও সন্তোষজনক।”

কৃষক জাহাঙ্গীর আলম জানান, ‘এবার প্রতি বিঘা জমিতে প্রায় ১৫ মণ ধান পেয়েছি। যদিও বিঘাপ্রতি খরচ ছিল ১০-১২ হাজার টাকা, তবে যে দামে ধাণ বিক্রি হচ্ছে তাতে ভালো লাভের আশা করছি।”

কালাই সদর হাটের ধানের পাইকার শহিদুল আলম জানান, “হাটে এখন নতুন ধানের সরবরাহ কম থাকায় দাম কমার সম্ভাবনা নেই, বরং কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ কৃষক বাড়ি থেকেই ধান বিক্রি করছে এবং আমরা ১,৩০০ থেকে ১,৯০০ টাকা মণ ধান কিনছি।”

উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় জানান, “সময়মতো সঠিক পরামর্শ দেওয়ায় কৃষকরা ভালো ফলন পেয়েছেন।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩