কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হচ্ছে।
১০ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা, মাথায় অস্বস্তি অনুভব ও চোখের সমস্যা বোধ করলে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার দুপুর পৌনে ৩টায় ঢাকার বিশেষ জজ আদালত-১ থেকে প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে আনা হয়।
উল্লেখ্য, রোববার দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় আদালত চত্বরে পুলিশের সঙ্গে আমান উল্লাহ আমানের সমর্থকদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হলে ঘটনাস্থল থেকে পুলিশ আমান উল্লাহ আমানের ৮ থেকে ১০ জন সমর্থককে আটক করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available