সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগসহ জেলার বেগমগঞ্জ ও চৌমুহনীর বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ। ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. সফিকুল রহমান প্রধান অতিথি হিসেবে ওই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকারের সভাপতিত্বে সেনবাগ উপজেলা জামায়াতের আমির মওলানা ইয়াছিন করিম বিতরণ কার্যক্রম সঞ্চালনা করেন। এ সময় আয়োজিত পথসভায় সেনবাগ ও বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার সব কটি উপজেলায় সাংগঠনিক ভাবে প্রায় ৫ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির জনাব কাজী দ্বীন মোহাম্মদ ও জেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের মাওলানা বোরহান উদ্দিন ।
আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ আহাম্মদ, মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন মানিক, মাওলানা দেলোয়ার হোসেন, জেলা প্রচার সেক্রেটারি ডা. বোরহান উদ্দিন, নোয়াখালী শহর আমির মাওলানা মোহাম্মদ ইউছুপ, ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোয়াখালী শহর সভাপতি আবু সাঈদ সুমন। সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, চৌমুহনী পৌরসভা আমির জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আবু যায়েদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, নোয়াখালী জেলায় বন্যার্তদের মাঝে জামায়াতের উদ্যোগে প্রায় ৫ হাজার দুর্গতদের ত্রাণ বিতরণ করা হয়। চাল, ডাল, আলু, তৈল, লবণ, চিনি, পেঁয়াজ, খাবার স্যালাইন, দিয়াশলাইসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available