• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পোরশায় গাছে গাছে আমের মুকুলের সমারোহ

৩১ মার্চ ২০২৪ বিকাল ০৩:০০:০৫

পোরশায় গাছে গাছে আমের মুকুলের সমারোহ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিভিন্ন বাগানের আমগাছ ভরে গেছে মুকুলে মুকুলে। আমবাগান থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ সুগন্ধ। বাগানগুলোর আমগাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালি মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আমগাছের মাথা নুয়ে পড়ার উপক্রম।

এরই মধ্যে মৌমাছিরা যেন ব্যস্ত মধু আহরণে। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষিরাও খুশি। সোনালি স্বপ্নে যেন বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষি আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

ঘাটনগর নিশকিনপুরের আমচাষি আ. রশিদ বাবু ও আ. মালেক জানান, তাদের ১০ একর জমি যার কিছু জমি নিজের ও কিছু লিজ নেওয়া। আবহাওয়া ভালো থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে বলে তারা জানান।

উপস্থিত বিভিন্ন গ্রামের আমচাষি জানান, যদি আবহাওয়ার কোনো বিপর্যয় না হয়, তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তারা জানান। আর ভালো দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে বলে তিনি জানান।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকলে লক্ষমাত্রা ছড়িয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন বেড়েই চলেছে। তবে সাধারণত ডিসেম্বর মাসে আমগাছ গুলিতে মুকুল আসে এবার ফেব্রয়ারিতে মুকুল এসেছে। তারপরেও ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমাণ ধারা হয়েছে ৯০%। তারপরেও লক্ষমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভালো। এখানকার চাষিরা সবাই বাণিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভালো হয়। আর চাষিদের সে লক্ষ্যে কাজ করার উৎসাহ দিচ্ছেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভালো রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। সেই সাথে আমচাষিদের আক্ষেপেরও শেষ নেই বর্তমানে কীটনাশকের অধিক মূল্য বাজার ব্যবস্থাপনা সেই সাথে কীটনাশকের নিম্নমান নিয়ে আতঙ্কিত আম চাষি। কীটনাশকের বাজার ব্যবস্থাপনা সরকারিভাবে দেখভাল করলে গুণগতমান ঠিক থাকবে বলে মনে করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩