• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৪:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৪:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাইয়ে অসহায়-দুস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৩:১৭

কাপ্তাইয়ে অসহায়-দুস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই সেনা জোন। ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এই অনুদান তুলে দেন ১০ আর ই সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল পি এস সি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও যেকোনো সমস্যায় পাশে থাকবে।

এ সময় ১০ আর ই জোনের পক্ষ থেকে গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে এ আর্থিক অনুদান,শিক্ষা সামগ্রী ক্রয়ে সহায়তা তুলে দেওয়া হয়। সাধারন মানুষের সেবাসহ অসহায়দের সেবার লক্ষে ৩০৫ পদাধিক ব্রিগেডের অধিন ১০ আর ই জোন অতিথেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পি এস সি ।

এদিকে, পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তাসহ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মানুষের পাশে থেকে পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ১০ আর ই কাপ্তাই জোন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩