• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরপুরে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২১ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৩:২০

মিরপুরে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে দাউদ কবিরাজ নামে এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজকে (৬২) গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ও র‌্যাব-১, উত্তরার একটি যৌথ অভিযানিক দল ১৯ অক্টোবর শনিবার বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ওহিদুল কবিরাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শামুখিয়া এলাকার মৃত ইয়াসিন কবিরাজের ছেলে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট কুষ্টিয়ার মিরপুর থানাধীন নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মো. ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, উত্তরার একটি যৌথ অভিযানিক দল ১৯ অক্টোবর শনিবার বিকাল সাড়ে চারটার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় এই হত্যাকাণ্ডের ১নং এজাহার নামীয় আসামি মো. ওহিদুল কবিরাজকে ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ৭নং সেক্টর থেকে গ্রেফতার করে।

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, দাউদ কবিরাজ নামে এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজকে (৬২) আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩