জ ই বুলবুল: ২৪ আগস্ট বৃহস্পতিবার আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৭তম সভা সেনাবাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস. এম. শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সভায় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসিসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অবঃ)।
সভায় আস্থা লাইফের মার্কেটিং, উদ্ভাবনমূলক বীমা, ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান, গবেষণা ও উন্নয়ন, যাচাই প্রক্রিয়া, টেকসই কর্মপন্থা এবং দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, আস্থা লাইফ জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতারসাথে বীমা শিল্পে রোল মডেল হিসেবে কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available