সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার ১৯২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নীরব রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জুনায়েদ আহমেদ আকাশ, যুগ্ম আহ্বায়ক পদে ফারদিন শেখ, মো. পিয়াল, এমাদ উদ্দিন, শাকিল সাইফুল্লাহ, আমিনুল ইসলাম, মেহরাব হোসেন প্রভাত রয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সব সময় তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। পাশাপাশি কীভাবে সংগঠনটি আরও সুসংগঠিত এবং শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available