হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংলিশ ক্লাব অব এইচএসটিইউ-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে উক্ত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার সরকার, সহ সভাপতি হিসেবে অনিত হাসান সাক্ষর এবং মোহাম্মদ খাদেমুল ইসলাম (মৃদুল) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
৭ মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. দীপক কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম মাহাবুবুর রহমান, রেজিস্ট্রার মো.আরিফুল হাসান, সহকারি রেজিস্ট্রার মো. মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ফাহিম এবং প্রচার সম্পাদক মো. নাসির উদ-দৌলা।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ সভাপতি অনিত হাসান সাক্ষর বলেন, English Club of HSTU (ECH) আমাদের সাধারণ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষার একটা জায়গা ছিলো। অবশেষে আমরা আমাদের ডিপার্টমেন্টের স্যারদের সহযোগিতা এবং আমাদের অক্লান্ত চেষ্টায় এই ক্লাবটি প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের লক্ষ্য হলো, এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ডিপার্টমেন্টকে আরও সুসংগঠিত করবো এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। এক্ষেত্রে ডিপার্টমেন্ট এর সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
সাধারণ সম্পাদক মোহাম্মদ খাদেমুল ইসলাম মৃদুল বলেন, আমাদের ইংরেজি বিভাগের সৃষ্টিলগ্ন থেকে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক স্থায়ী কোনো ক্লাব বা সংগঠন ছিল না। অবশেষে আমাদের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. দীপক কুমার সরকার স্যারের হাত ধরে English club of HSTU নামে যাত্রা শুরু করছে। অদূর ভবিষ্যতে ইংরেজি বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্লাবের মাধ্যমে পরিচালনার আশাবাদ ব্যক্ত করছি। সংগঠনটির সূচনালগ্নে সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালনে ইংরেজি বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলায় সকল শিক্ষার্থীদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও অন্যান্য পদপ্রাপ্তদরা হলেন ধনঞ্জয়, মো. শাহেদুজ্জামান শাহেদ, অম্লান কুমার দীপ্ত, মো. শাকিল হাসান,মাহফুজা পারভীন ও আল-আমিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available