• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:৩১:৩২ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:৩১:৩২ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের নেতৃত্বে তামান্না-রাহাত

২৬ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৯:৩৫

ডিআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের নেতৃত্বে তামান্না-রাহাত

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের তামান্না ফেরদৌসকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাহাত রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

২৫ নভেম্বর সোমবার রাতে উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাব কমিটি ঘোষণা করা হয়। ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সেন্টার ফর অ্যাক্সিলেন্স অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্টের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান।

এছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন- প্রভাষক মাইনুল ইসলাম, প্রভাষক রুবিনা আরফিন সুমাইয়া, প্রভাষক সানজিদা আবেদিন রাফা, প্রভাষক ইফ্ফাত বিনতে মিজান শুক্তি ও প্রভাষক মো. রেদওয়ান ইসলাম।

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি নজরুল ইসলাম শাওন, যুগ্ম-সহ সভাপতি তাহেরা ইসলাম তনিমা, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান আল বান্নাহ্,
সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেইন সুফল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবির হোসেইন, দপ্তর সম্পাদক ফয়সাল হোসেইন চৌধুরি, বিতর্কবিষয়ক সম্পাদক উম্মে আরা মাহিনুর ইস্তিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহজাদি বিনতে আলম, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক হামিদা, ক্রীড়া সম্পাদক আহমেদ মিশাল, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক ফাইজা ইমাম।

যুগ্ম-গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মোস্তাকিমা রহমান বিনিতা, জনসংযোগ ও বিপণন সম্পাদক ফারহানা আলম রিয়া, যুগ্ম জনসংযোগ ও বিপণন সম্পাদক সৌমিত্র রক্ষিত, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, যুগ্ম ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মো. মিরাজুল ইসলাম রাজ, পরিকল্পনা ও উদ্ভাবনী সম্পাদক খাদিজা আক্তার জারা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. রাব্বি সরকার, জয়েন্ট ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. জাকিরুল ইসলাম, জয়েন্ট ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক  আবদুল্লাহ আল বেলাল, সদস্য পদ ও নিয়োগ সম্পাদক মাহেদি হাসান, যুগ্ম-সদস্য পদ ও নিয়োগ সম্পাদক মো. সাব্বির হোসেন সুজা, কার্যনির্বাহী সদস্য মো. রাকিবুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য আতকিয়া আমিনা।

ক্লাব সম্পর্কে জানতে চাইলে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌস বলেন, আমাদের ক্লাব হতে যাচ্ছে এমন একটি জায়গা যেখানে ভাষাগত জ্ঞান, দক্ষতা ও যোগাযোগ ক্ষমতার অন্বেষণ হবে দেশ থেকে দেশান্তরে। আমরা শিক্ষার সর্বস্তরের সাথে কাজ করবো এবং নিশ্চিত করবো প্রত্যেকটি শিক্ষার্থী যেন পড়াশোনার পাশাপাশি আমাদের ক্লাবের সকল কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে পুরো বিশ্বের কাছে।

এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আনিসুর রহমান বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজি ভাষা নিজে শেখা এবং অন্যকে শেখানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬