আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ৯ ও ১০ সেপ্টেম্বর তাদের মধ্যে এই আলোচনা হয়।
১১ সেপ্টেম্বর বুধবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিনিদের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস সেক্রেটারি জেনারেল স্টেফানো স্যানিনো আলোচনায় অংশ নেন। যেখানে অন্যান্য ইস্যু ছাড়াও উভয় পক্ষ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করে। এছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি গঠনকারী ভূ-রাজনৈতিক প্রবণতা সম্পর্কে তাদের নিজ নিজ মূল্যায়ন শেয়ার করে।
পাশাপাশি জাতিসংঘের বিশেষ রিপোর্টারের ২৬ জুনের প্রতিবেদনে সামরিক সরকারকে সহায়তাকারী ব্যাংকগুলো চিহ্নিত করে মিয়ানমারের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং সীমাবদ্ধ ব্যবস্থার সমন্বয় ও মূল্যায়নকে আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করে উভয় পক্ষ।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক গোলক, শক্তি এবং সংযোগসহ নিরাপত্তার বিষয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্টতার মূল্য নিয়েও আলোচনা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available