• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৩:২৬:৩৩ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০৩:২৬:৩৩ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বন্যার আশঙ্কায় ভাঙ্গুড়ায় আগাম প্রস্তুতির নির্দেশ ইউএনও‍‍'র

২৮ আগস্ট ২০২৪ সকাল ১১:২১:১৩

বন্যার আশঙ্কায় ভাঙ্গুড়ায় আগাম প্রস্তুতির নির্দেশ ইউএনও‍‍'র

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: আসন্ন বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এক জরুরি সভা করেছেন। ফারাক্কা বাঁধের ১০৯ টি গেট খুলে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এতে করে দেশের উত্তরাঞ্চলসহ প্রায় ১০ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ।

২৭ আগস্ট মঙ্গলবার দুপুরের পর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, জেলা জামায়াতে ইসলামির (তরবিয়ত) সেক্রেটারি মাওলানা আলী আজগর, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক প্রমুখ।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার নিম্নাঞ্চল খানমরিচ ও দিলপাশার ইউনিয়ন এবং অষ্টমনিষা ইউনিয়নের কয়েকটি গ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় পর্যাপ্ত নৌকা জোগাড় করে রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলা হয়েছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমকে উপজেলার ১২টি আশ্রয়কেন্দ্রে ওষুধ ও খাবার স্যালাইন প্রস্তুত রাখতে বলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫