• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৮:২৮ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৮:২৮ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কটিয়াদীতে ইউএনও’র ওপর ৫৪ প্রতিষ্ঠানের দায়িত্ব, সেবা কার্যক্রমে বিপর্যয়

২৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১৬:৩৫

কটিয়াদীতে ইউএনও’র ওপর ৫৪ প্রতিষ্ঠানের দায়িত্ব, সেবা কার্যক্রমে বিপর্যয়

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম একাই ৫৪টি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। সহকারী কমিশনার (ভূমি) না থাকায় তিনি একাধারে উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলার ৫০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ইউএনওকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। একই সময় কটিয়াদী পৌরসভার মেয়রকেও অপসারণ করে সহকারী কমিশনার (ভূমি)-কে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত ৫ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) বদলি হলে ওই দায়িত্বও ইউএনওর ওপর এসে পড়ে।

এর পাশাপাশি উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয় ইউএনওকে। এতে তার ওপর দায়িত্বের চাপ বহুগুণ বেড়ে যায়।

অতিরিক্ত দায়িত্বের কারণে কটিয়াদীতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভূমি সেবা প্রত্যাশী মো. রফিকুল ইসলাম জানান, “উপজেলা নির্বাহী অফিসার একাই চারটি দপ্তরের দায়িত্বে থাকায় সময়মতো সেবা পাওয়া যাচ্ছে না। জমি নামজারি করতে এসে দেখি স্যার অন্য কাজে ব্যস্ত। দিনের পর দিন ঘুরছি।”

ফেকামারা গ্রামের নূর আলম বলেন, “খারিজের আবেদন করেছি অনেক দিন আগে। কিন্তু এখনো খারিজ হয়নি। আমার ছেলে বিদেশে যাবে, জমি রেজিস্ট্রির কাজ আটকে আছে। অথচ, খারিজ না হলে রেজিস্ট্রি সম্ভব নয়। এতে আমাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, “নিয়মতান্ত্রিকভাবেই এই দায়িত্বগুলো আমার ওপর পড়েছে। চারটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করা অত্যন্ত চাপের। তবুও সরকারি বিধান অনুসরণ করে প্রতিটি কাজ সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি। আশা করছি, সহকারী কমিশনার (ভূমি) দ্রুত যোগদান করলে দায়িত্ব ভাগাভাগি হয়ে কাজের গতি বাড়বে।”

লোকবল সংকটের কারণে সেবার মান নিয়ে অসন্তোষ থাকলেও ইউএনও আশাবাদী যে অচিরেই এই সমস্যা সমাধান হবে। তবে এলাকাবাসী দাবি জানিয়েছেন, দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিয়ে ভূমি সংক্রান্ত সেবার গতি বাড়ানোর জন্য।

সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে এবং সঠিক সময়ে সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ