• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৩:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৩:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৬:৪৩

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি: আজ ২২ সেপ্টেম্বর রোববার খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন চলছে। সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়।

এর আগে ২০ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার এক সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গির আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করে। দলের সদস্যরা রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় অনেক দোকানপাট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮