• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:০২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৫:০২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় চার ইউপি চেয়ারম্যান পলাতক, সেবাবঞ্চিত হচ্ছে জনগণ

২৪ আগস্ট ২০২৪ দুপুর ০১:০০:২১

পীরগাছায় চার ইউপি চেয়ারম্যান পলাতক, সেবাবঞ্চিত হচ্ছে জনগণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত রংপুরের পীরগাছা উপজেলা ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা-ঢাকা দেয়ায় দাপ্তরিক ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম সচল করতে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ না করায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও সেবা কার্যক্রম।

ফলে সেবাবঞ্চিত সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে উপজেলার অন্নদানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের অপসারণ ও বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। এছাড়াও গা-ঢাকা দেয়া ওই চার চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা-ঢাকা দেন পীরগাছা উপজেলার ১নং পারুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২নং কল্যাণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুর আলম, তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৩নং ইটাকুমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বাশার। তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা এবং ৪নং অন্নদানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

তারা দীর্ঘ ১৯ দিন ধরে নিজ নিজ কার্যালয়ে অনুপস্থিত থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ইতোমধ্যে অনুপস্থিত চেয়ারম্যানদের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন সাধারণ জনগণ।

এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা পলাতক থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহতসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা না পাওয়ায় এবং পলাতক চেয়ারম্যানরা ইস্তফা না দেয়ায় ওই ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম সচল করতে প্রশাসক নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, স্বল্প পরিসরে হলেও ইউনিয়ন পরিষদগুলোর দাপ্তরিক ও সেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্যানেল চেয়ারম্যানগণ কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে বর্তমান সরকারের পক্ষ থেকে দ্রুত পদেক্ষপ নেয়া হচ্ছে বলে আশা প্রকাশ করে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭