• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৭:২১ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৭:২১ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৩:১৫

খোকসায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদকে (৪২) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চেয়ারম্যান মজিবর রহমান মজিদ তার মাছের ঘেরে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফজলু মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে সেখান থেকে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে জখম করে।

চেয়ারম্যানের স্ত্রী আফরোজা খাতুন জানান, আমার স্বামী মজিদ সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে মাছের পুকুরে যাচ্ছিলো। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফকির মন্ডলের ছেলে ফজলু মন্ডল (৩৫) ও হাসিব (২৪), ফজলু মন্ডলের ছেলে রাফাত (২৩), কুদ্দুসের ছেলে সাবু (২৪), তমছেলের ছেলে জনি (২৭) মোটরসাইকেলের গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে খোকসা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, এখনো আমি ঘটনাস্থলে অবস্থান করছি। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে, কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে বাদি পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০