• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:২১:৪৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:২১:৪৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য নিহত

১৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪০:৩৮

পলাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল সরকার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে। তিনি দুলালপুর ইউপির মেম্বার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজবাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা ১১টার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সাথে ধাক্কায় মাথার মগজ বের হয়ে যায়। পরে ঘটনাস্থলেই রাসেল সরকারের মৃত্যু হয়।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রাসেল সরকার বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পলাশ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তার মাথায় হেলমেট ছিল না। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১