• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৪:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৪:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধ্যনগরে ইজারার টাকা নিয়ে সংঘর্ষ: আহত ৩, গ্রেফতার ১

১৪ মে ২০২৪ বিকাল ০৪:৩৯:০৯

মধ্যনগরে ইজারার টাকা নিয়ে সংঘর্ষ: আহত ৩, গ্রেফতার ১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর বাজারের ইজারাকৃত নৌকা ঘাটের অংশীদারত্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ৩ জন আহত হয়েছে।

১৩ মে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. পাভেল মিয়া (৩০), মিজানুর রহমান (৩৩) ও আলমগীর শেখ (৪২)। তাদেরকে পার্শ্ববর্তী নেত্রকোনা উপজেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাভেল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মধ্যনগর গ্রামের সাইদুর রহমান সোহাগ বাদী হয়ে সোমবার রাতে মধ্যনগর থানায় একটি মামলা করেন।

রাতেই লিটন তালুকদার (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে  জানা যায়, মধ্যনগর বাজারস্থ নৌকা ঘাটটি আগামী ১ বছরের জন্য ইজারা নেন রিপন সরকার ( ৪২)। ঘাটের অংশীদারত্বের জন্য চুক্তি মোতাবেক মধ্যনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের কাছে টাকা জমা রাখেন মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ। সেই টাকা রিপন সরকারকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও লিটন দিতে তালবাহানা করছেন বলে অভিযোগ সোহাগের। সংঘর্ষের পূর্বে এ নিয়ে সোহাগ ও লিটনের মধ্যে মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা শেষে মধ্যনগর চৌরাস্তা থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা করেন সোহাগ। এসময় মধ্যনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের বাসার সামনে যাওয়ার পরপরই সংঘর্ষ বেধে যায়। এতে সোহাগের সাথে থাকা তিনজন আহত হন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এই ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩