রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ইট ভাটার সংখ্যা ৮৮টি। এর মধ্যে নিবন্ধিত মাত্র ১৫টি, বাকি ৭৩টির নেই কোনো সরকারি লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে কায়দা করে চলছে এসব অবৈধ ভাটা।
স্থানীয়রা জানান, ইট তৈরীতে ব্যবহার করা হচ্ছে তিন ফসলি জমির মাটি। এতে একদিকে ধ্বংস হচ্ছে শত-শত বিঘা আবাদি জমি এবং পরিবেশ রক্ষাকারী গাছ। ফলে সৃষ্টি হচ্ছে অতিরিক্ত বায়ু দূষণ। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে শাসকষ্টসহ নানা ধরনের দুরারোগ্য ব্যধিতে।
ফরিদপুর অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের উপপরিদর্শক সাঈদ আনোয়ার এ প্রসঙ্গে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকায় অবৈধ ইটের ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা আপাতত সম্ভব হচ্ছে না। নির্বাচন শেষে অনুমোদনহীন ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।’ পরিবেশ অধিদপ্তরকে কায়দা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নিজেদের বাঁচানোর জন্যই হয়তো বানোয়াট কথা বলছে ভাটা কর্তৃপক্ষ।’
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available