• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ১০:২৮:৩২

মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এ রায় প্রদান করেন।

অভিযানে মেসার্স জামাল অ্যান্ড সন্স, অসিম ট্রেডার্স, আব্দুর রহমান অ্যান্ড কোং ও আব্দুল মালেক ব্রিক্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে ৩০ দিনের মধ্যে ভাটা বন্ধের নির্দেশও দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, সরকারি অনুমোদন ছাড়া ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় চার ইটভাটাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে ৩০ দিনের মধ্যে তাদেরকে ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক আব্দুর রাজ্জাক ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩