ইডেন কলেজ প্রতিনিধি: ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের (সোয়ার্ড) ইডেন কলেজে শাখার ২০২৩-২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সোয়ার্ডের কেন্দ্রীয় সভাপতি মো: শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হালিমা আক্তার। নাহিদ ফারজানাকে করা হয়েছে সাধারণ সম্পাদক।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রুবিনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুন সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক মাছুমা সুলতানা নীলা।
সভাপতি হালিমা আক্তার বলেন, সোয়ার্ড একটি অরাজনৈতিক কল্যাণমূলক ছাত্র সংগঠন। এর মাধ্যমে আমরা রামগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদেরকে একত্রিত করে সকলের মাঝে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও সম্প্রতির বন্ধন সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করি।
তিনি আরও বলেন, আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যমে কাজ করে করে যাবো।
উল্লেখ্য, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা সংগঠন সোয়ার্ড ২০০৬ সালের ৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন, যারা ছাত্রদের কল্যাণ ও উপজেলা ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available