• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি

২০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫৬:৪১

যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশেষ কোন অঞ্চলে নয়, দেশজুড়েই ইন্টানেটের ধীর গতি। এতে ব্যক্তি বিশেষ থেকে শুরু করে দেশের অধিকাংশ প্রতিষ্ঠানই অফিসিয়াল কার্যক্রমে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে দেশজুড়ে এ সমস্যা মুখোমুখী হচ্ছে মানুষ। ফলে বেকায়দায় পড়েছেন গ্রাহকরা। শনিবার সকাল থেকে ইন্টারনেটের গতি আরও কমেছে। সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির (এসএমডব্লিউ-৫) সিঙ্গাপুর হতে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সকল ট্রাফিক বর্তমানে বন্ধ আছে।

এসএমডব্লিউ-৫কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে দ্রুত পুন:সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আশ্বস্ত করে সরকারি প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, কক্সবাজারে অবস্থিত এসএমডব্লিউ-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে এবং এসএমডব্লিউ-৫ এর বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ এসএমডব্লিউ-৪ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।

এদিকে সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩