• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২০:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভারতে ২ শিশুকে যৌন হয়রানি, বিক্ষোভ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান-ইন্টারনেট বন্ধ

২২ আগস্ট ২০২৪ সকাল ০৭:৪৭:৫৪

ভারতে ২ শিশুকে যৌন হয়রানি, বিক্ষোভ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান-ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চার বছর বয়সী দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের কাছাকাছি বাদলাপুর শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। এর জেরে ২১ আগস্ট বুধবার সেখানকার সব স্কুল ও ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই বাদলাপুরের এই বিক্ষোভের খবর সামনে এলো।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপির বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যেকোনো ধরনের জমায়েত প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেটসেবা বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে বাদলাপুরের পুলিশ কর্মকর্তাদের ২০ আগস্ট মঙ্গলবার কল ও খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

এদিকে, ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বাদলাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টার জন্য রেললাইন অবরুদ্ধ করে রাখেন। থানের পুলিশ ৯ ঘণ্টা পর লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বাদলাপুর শহরটি।

জানা গেছে, ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে এ বছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে।

বুধবার মুম্বাইয়ে এক বিক্ষোভে লোকসভার কংগ্রেস সদস্য বর্ষা গায়কোয়াড় বলেন, বিরোধী দলগুলো ২৪ আগস্ট রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিকে, এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধ বুধবার বলেন, এ ঘটনার বিচারকাজ দ্রুত বিচার আদালতে হতে পারে।

সূত্র: রয়টার্স, এবিপি, হিন্দুস্তান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩