চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বসবাসরত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ এপ্রিল শনিবার তাদের সাথে ইফতার শেষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক চসিক প্যানেল মেয়র, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ডক্টর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
এ সময় ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন ‘মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনকে তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই।’
তিনি বলেন, ‘যদিও আজ ঈদের অনুষ্ঠান নয়, তবুও ঈদ আনন্দ অনুভব করছি। এ আনন্দ আমাদের মাঝে বিরাজ করছে, কারণ আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারছি। আমাদের বীরদের যদি আমরা সম্মান না জানাই, তবে আমাদের দেশে বীর জন্ম নেবে না।'
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্ল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফি বাঙ্গালি, শহিদুল আলম বাদল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা মোঃ আবু সুফিয়ান, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হারুন উর-রশীদ, রোকন উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রাসেল প্রমুখ।
শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available