স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট ও আইন সহায়তা তথ্য মানবাধিকার ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা’র মানবিক, সমাজসেবক, সংগঠক ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ওলামাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম, নাগরিক কল্যাণে সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ মার্চ শনিবার (২১ রমজান) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
আলোচনা শেষে যে সকল নর- নারী সকলের মাঝ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনায় ও যারা বেঁচে আছেন তাদের সকলের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিষয় দোয়ার মোনাজাত করেন নিউ চাষাড়া জামতলা মদিনা জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মাও. মুহাম্মদ মনসুর আহমেদ। ইফতার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও আইন সহায়তা তথ্য মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি এস. এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’র সভাপতিত্বে ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সাধারণত সম্পাদক ও আইন সহায়তা তথ্য মানবাধিকার ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এম.সামাদ মতিন, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ, সাংবাদিক এসএম ইমদাদুল হক মিলন, সাংবাদিক হামিদ কাফি, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক এনামুল হক প্রিন্স, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা, আনন্দধাম এর নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, সাংবাদিক মহসিন আলম, সাংবাদিক শান্ত, সমাজ সেবক ও ব্যবসায়ী মেজবাহউদ্দিন আহম্মেদ, মানবাধিকার কর্মী সাথী আক্তার, মাহমুদ, রাজু আহমেদ, কবি আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম টিটু, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক এস এইচ মুন্না খান, মো. আসলাম মিয়া, মো. সোহেল, রাজু আহমেদ, শাহ আলম, জামিল হোসেন, মো. কাউসার হোসেন, মো. শাহ আলম, মো. জাকির আহম্মেদ, মো. মনির হোসেন, মো. কামরুজ্জামান, হারুন অর রশিদ সাগর, জিএ রাজু, মো. মিঠুন মিয়া, মো. ওয়ারদে রহমান, অ্যাডভোকেট শারমিন আক্তার রেখা, কাজী আনিসুল হক হীরা, মোহাম্মদ ইমাম হোসেন, মো. শফিকুল ইসলাম ও শাহীন মিয়া।
মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, পিয়াশা বেগম, মো. জাহাঙ্গীর হোসেন, অর্ক প্রধান, মোহাম্মদ সোহান, সাজ্জাদ আহম্মেদ খোকন, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, মাহফুজা আক্তার মুক্তা, মো. জাকির হোসেন, মো. জাহিদ হোসেন, সাদিয়া আফরিন তমা, শাকিলা ইসলাম, রাবেয়া খন্দকার রিয়া, আফরোজা আক্তার, উম্মে কুলসুম, জহিরুল ইসলাম মিন্টু, সাইফুল ইসলাম, মো. জুয়েল, মো. নাসির উদ্দীন, দেবাশীষ ঘোষাল, শুক্কুর মাহমুদ জুয়েল, এস এ বিপ্লব, উজ্জ্বল ও আলী হোসেন শেখসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available