• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:২৫:৩০ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:২৫:৩০ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

সংবাদপত্র শিল্প পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৫ মার্চ ২০২৫ রাত ১১:০০:১৬

সংবাদপত্র শিল্প পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ (বিএসএসপি) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ২৫ মার্চ মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে ডেইলি ইন্ডাস্ট্রির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক ড. আনোয়ারুল করিম, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি ইকবাল হোসেন ফোরকান, এটিএন গ্রুপের পরিচালক মামুনুর রশীদ, ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান, একুশে বাণীর প্রকাশক ও সম্পাদক আশরাফ সরকার, ডেইলি চ্যালেঞ্জের সম্পাদক নাসির আল মামুন, দিনের আলোর সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক আজকের বাণীর সম্পাদক আতিকুল ইসলাম এবং বিএসএসপির সাধারণ সম্পাদক দৈনিক শেষ কথার প্রকাশক ও সম্পাদক মো. ইউনুস সোহাগ।

ড. এনায়েত করিম তার বক্তব্যে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এগুলোর বাস্তবায়ন হলে অনেক দৈনিক সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি সরকারের প্রতি সংবাদপত্রের বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধ এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বার্থে প্রিন্ট মিডিয়ার টিকে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পরে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য সর্বশক্তিমানের কাছে দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আতিকুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ এবং ডেইলি ইন্ডাস্ট্রির সহযোগী সম্পাদক ফরহাদ চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনায় ঈদের জামাত অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ সকাল ১০:৪৮:১৪


মোঘল রীতিতে ঈদ আনন্দ মিছিল শুরু
৩১ মার্চ ২০২৫ সকাল ১০:১২:৫৬




টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
৩১ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৬:৩২