কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার উদ্যোগে জামিয়া কারীমিয়া আব্দুল্লাপুর কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য গাজী জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলার দয়ায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আরও বেশি সামাজিক ও সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারি। মানব কল্যাণই হোক পবিত্র মাহে রমজানের মূল শিক্ষা।
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য গাজী জাহাঙ্গীর বলেন, জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা নন, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তার দেখানো পথ অনুসরণ করাই আমাদের কর্তব্য। মুক্তিযুদ্ধ এবং সিপাহী-জনতার বিপ্লবের ফসল জিয়াউর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available