আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে অসহায় গরীব ২৫০ জনকে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি প্রবাসী ইউসুফ মিয়ার মৃত্যুতে তার এতিম সন্তানদের জন্য ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দেয়া হয়েছে।
৩০ মার্চ শনিবার বেলা ১১ টায় ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।।
সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পশ্চিম চিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম, আমতলী উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম লিটন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু সুশান্ত, আমতলী উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু সাইদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, কালবেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, জাহানার লতিফ মোল্লা ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জনি প্রমুখ।
সৌদি আরবে মারা যাওয়া ইউসুফ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম বলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া আমার এতিম দুই সন্তানের নামে ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছে । এই টাকায় আমার সন্তানদের অনেক উপকার হবে। আমি ও গ্রামবাসী জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাই।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন সবসময় গরীব অসহায় বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available