• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২৪:১৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২৪:১৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যথাযোগ্য মর্যাদায় ইবিতে মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫২:১১

যথাযোগ্য মর্যাদায় ইবিতে মহান বিজয় দিবস পালিত

ইবি প্রতিনিধি: স্বাধীনতার ৫৪ বছরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। পরবর্তীতে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গির আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, জিয়া পরিষদ, ইউট্যাব, সাদা দল, ইবি শিক্ষক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়কবৃন্দ, ইবি কর্মকর্তা ফোরাম, ইবি শাখা ছাত্রদল, ইবি শাখা ছাত্র ইউনিয়ন, সাধারণ কর্মকর্তাবৃন্দ, টেকনিক্যাল কর্মচারীবৃন্দ, হল ও বিভাগসমূহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন।

শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা, সহায়ক কর্মচারী-সাধারণ কর্মচারী, সহায়ক টেকনিক্যাল কর্মচারী-সাধারণ কর্মচারী এবং আবাসিক হলগুলোর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনের শেষে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ