ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলীতে হযরত মুহাম্মদ (সা.) দৌহিত্র ইমাম হাসান (রা.) এর শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের ‘অষ্টগ্রাম হাবেলী’তে হযরত হাসান (রা.) এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ, জারি, মার্সিয়া ও শিন্নি বিতরণ করা হয়।
নবী তনয়া ফাতেমা (রা.) ও খলিফা হযরত আলী (রা.) পুত্র হযরত ইমাম হাসান (রা.)কে দুঃষ্কৃতিকারীরা ৫ রবিউল আউয়াল ৫০ হিজরীতে (৬৭০ খ্রিস্টাব্দ) বিষপ্রয়োগে শহীদ করেন। শোকাবহ এই দিনটি ১৬৫ বছর ধরে অষ্টগ্রাম হাবেলীতে পালিত হচ্ছে।
হায়রত শাহজালাল (রহ.) এর সফর সঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) এর ১৩তম বংশধর ও ভাটির পীর খ্যাত অষ্টগ্রাম হাবেলীর প্রখ্যাত সুফি সাধক সৈয়দ আবদুল করিম (আলাই মিয়া) সাহেব এ দিনটি আনুষ্ঠানিকভাবে পালন শুরু করেন।
বংশ পরম্পরায় সৈয়দ আব্দুল হেকীম আল-হোসাইনী চিশতী (রহ.), পরে সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহ.), বর্তমানে পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান ভ্রাতৃদ্বয় দিনটি পালন করছেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান ও পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। তিনি বলেন, ৫ রবিউল আউয়াল হযরত হাসান (রা.) এর শাহাদাৎ দিবস ১৬৫ বছর আগে সৈয়দ আব্দুল করিম আল-হোসাইনী চিশতি (রহ.) এ দিবসটি পালন শুরু করেন। বংশ পরম্পরায় আমরা তা পালন করছি। কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠান পালিত হবে, ইনশাআল্লাহ্।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available