• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:৪৫ (20-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:৪৫ (20-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইমু হ্যাক করে প্রবাসীর টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

১৯ মার্চ ২০২৫ বিকাল ০৪:৪২:৩১

ইমু হ্যাক করে প্রবাসীর টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ধনুয়া এলাকার ওমান প্রবাসীর স্ত্রী থেকে স্বামীর ইমু হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, দক্ষিণ ধনুয়া এলাকার মো. ফারুক মিয়া দীর্ঘদিন ফ্রি ভিসায় ওমানের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাজমিস্ত্রী হিসাবে কাজ করে আসছেন। কিন্তু গত ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফারুক মিয়ার স্ত্রী শারমিন আক্তারের কাছে স্বামী ফারুক মিয়ার ইমু থেকে একটি কল আসে। তারা আপনার স্বামীকে ওমান পুলিশ আটক করেছে যদি ৪০ হাজার টাকা দিতে পারেন তা হলে আপনার স্বামীকে মুক্ত করা যাবে। না হলে ৬ মাস জেল দিয়ে দেশে পাঠিয়ে দিবে বলে কল কেটে দেন। পরে প্রবাসী ফারুক মিয়ার ইমু থেকে বার বার মেসেজ দিয়ে জানান টাকা পাঠানোর জন্য। এদিকে ফারুক মিয়ার বিপদ শুনে তার স্ত্রী হ্যাকার দের দেয়া বিকাশ নাম্বারে ৪০ হাজার টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবার ২৫ হাজার টাকা দিতে বলে।

এসময় ফারুক মিয়ার ছোট ভাই ওমানে থাকায় তার ফোনে কল দিলে যানা যায় ফারুক মিয়াকে কোনো প্রকার পুলিশ আটক করেনি। তার পরেও হ্যাকাররা ফারুক মিয়ার ইমু থেকে টাকা চাচ্ছে। এ বিষয়টা উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন ফারুক মিয়ার স্ত্রী।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি বিকাশ নাম্বারটি চিহ্নিত করার চেষ্টা চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ