• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪২:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪২:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতখানে 'মা ইলিশ' সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা

২ অক্টোবর ২০২৪ সকাল ১১:১৬:৩৩

দৌলতখানে 'মা ইলিশ' সংরক্ষণ  অভিযান  বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে 'মা ইলিশ' সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতখান পৌরসভার স্লুইস গেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, দৌলতখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর  প্রতিনিধি শ ম ফারুক, দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি জাকির আলম, মৎস্যজীবী সমিতির নেতা আবুল কাশেম মাঝি প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষা পেলে আমাদের মৎস্যসম্পদ আরও বাড়বে। ইলিশের প্রজনন মৌসুমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ সময়ে জেলেদের মাঝে সরকারিভাবে চাল বিতরণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩