• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৯:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৯:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০১:২৬

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এ নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে আটকের পর ৭ দিন করে কারাদণ্ড ও ২ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চৌহালী উপজেলার খাষকাউলিয়া, ফুলহারা, ঘোরজান ও চালুহারা স্থল এলাকার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু। এ সময় ২৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাংগাইল সদর উপজেলার জেহের আলী (৫০), একই এলাকার আব্দুল খালেক (৩২) ও মো. ছালাম (৩২)। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- টাংগাইলের পুখুরিয়া গ্রামের মো. ইউসুফ (২৫) ও মো. জহির (৩০)।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি,  চৌহালী নৌ পুলিশ ও চৌহালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩