• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৪:১৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৪:১৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই ইসকনের অনুষ্ঠান কর্মসূচি অপসারণ

১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৮:৫৯

২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই ইসকনের অনুষ্ঠান কর্মসূচি অপসারণ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর তীরে গড়ে তোলা ইসকনের অনুষ্ঠানস্থল ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই অপসারণ করা হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকাল থেকেই নরসিংদীর ইসকন মন্দির কতৃপর্ক্ষ শ্রমিকদের মাধ্যমে নদী ঘেঁষে গড়ে তোলা অনুষ্ঠানস্থল অপসারণে কাজ শুরু করে। বিকালের মধ্যেই বেশিরভাগ সামগ্রী তারা অপসারণ করে ফেলে। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছিল।

জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে মুসুল্লি ও ছাত্র, জনতারা নরসিংদী পৌরসভা মোড়ে এসে সমবেত হয়ে। সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মসজিদের সামনে এসে জড়ো হয়।

সেখানে এক সভায় ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে  তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না।

পরে নরসিংদী ইসকন মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই  অনুষ্ঠানস্থল অপসারণের সিদ্ধান্ত নেয়। তারা সকাল থেকেই শ্রমিকদের মাধ্যমে অপসারণ কাজ শুরু করে। শ্রমিকরা ট্রাকের মাধ্যমে মালামাল সড়িয়ে নিয়ে যাচ্ছে।

ইসকন কতৃপর্ক্ষ জানায়, নরসিংদী ইসকন মন্দিরের সামনে খালি কোন জায়গা নাই। যার কারণে তাদের অনুষ্ঠান করতে সমস্যা হয়। ইসকন প্রতি বছর জাকঁজমক ভাবে রথযাত্রা অনুষ্ঠান করে থাকে। এই রথযাত্রার অনুষ্ঠানের জন্য তারা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে অস্থায়ী ভাবে স্থাপনা করে অনুষ্ঠান করে থাকে। যার পরে তারা নিজেরাই এটা অপসারণ করে ফেলে।

নরসিংদী ইসকন মন্দিরের অধ্যক্ষ প্রতীত পাবন নিমাই দাস বলেন, মন্দিরের খালি না জায়গা থাকার কারণে প্রশাসনের অনুমতি সাপেক্ষে এটা অনুষ্ঠান স্থল হিসেবে ব্যবহার করা হয়। অনুষ্ঠান শেষেই বেশির ভাগ অংশ খোলে ফেলা হয়। আর পানি কমে গেলে বাকিটুকু অপসারণ করা হয়। এখন দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা নিজ উদ্যোগেই এটা অপসারণ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজ সম্পাদনা করছি। প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করছে।

হিন্দু বৌদ্ধ কল্যাণ ফন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স বলেন, এটা উৎসব উপলক্ষ্যে অস্থায়ী স্থাপনা করে অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিষয়টা সামনে চলে আসায় ইসকন নিজের ইচ্ছায় স্থাপনাগুলো সড়ায় নিচ্ছে। 
প্রশাসন,  এলাকাবাসী ও আমরা সকলেই এ কাজে সহযোগিতা করছি। নরসিংদী সম্প্রীতির শহর, আমাদের সম্প্রীতি বজায় থাকবে।

এদিকে ইসকনের অনুষ্ঠানস্থল অপসারণের সময় ঘটনাস্থলে নেতাকর্মীদের নিয়ে আসেন নরসিংদীর হেফাজতে ইসলামির কেন্দ্রীয় নেতা মুফতি রফিকুল ইসলাম। তিনি বলেন আমাদের সমাবেশে কওমি মাদ্রাসা পরিষদ, ওলামা একরাম ও মুসুল্লিদের ২৪ ঘণ্টার আল্টিমেটামে প্রেক্ষিতে  হাড়িধোয়া নদীর উপর অবৈধভাবে গড়ে তোলা  ইসকনের আস্তানা অপসারণ করে জিনিসপত্র সড়িয়ে নেওয়া হচ্ছে। এটা হিন্দুদের কোন সংগঠন নয়। হিন্দুদের কেউ এটার প্রতিনিধিত্ব করে না।

নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম বলেন, এখানে নদীর তীরে ইসকনের অনুষ্ঠানের অস্থায়ী স্থাপনা তারা নিজেরাই অপসারণ করছে। আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এজন্য আমরা এখানে অবস্থান করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক জিসান
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০৪:৩০


আইএলওর মানদণ্ডে উন্নীত হচ্ছে শ্রম আইন: ড. ইউনূস 
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩১:২১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৯:৩১